চট্টগ্রামের সীতাকুন্ড থেকে পাচার করার সময় বিপন্ন প্রজাতির একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।
উপজেলার শীতলপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম উত্তর বন বিভাগ অভিযান চালিয়ে সাপটিকে উদ্ধার করে।
অভিযানে নেতৃত্ব দেন বন বিভাগের ফৌজদারহাট চেক স্টেশন কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ।
তিনি জানান, একটি শঙ্খিনী সাপ পাচার হচ্ছে, এমন খবর পেয়ে সাপটি উদ্ধারে শীতলপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিপন্ন প্রজাতির এই সাপটি উদ্ধার সম্ভব হলেও পাচারকারীরা পলাতক। উদ্ধারের পর গভীর রাতেই সাপটি শীতলপুর বিটের বনে অবমুক্ত করা হয়।
শঙ্খিনী বা ভোতালেজ কেউটে বা ডোরা কাল কেউটে বা ডোরা শঙ্খিনীর ইংরেজি নাম ব্যান্ডেড ক্র্যাইট (Banded Krait), বৈজ্ঞানিক নাম বাংগারুস ফ্যাসিয়েটাস (Bungarus fasciatus)। এটি এলাপিডি পরিবার ও বাংগারুস গণের আওতাভুক্ত এক প্রকার বিষধর সাপ। এই সাপের বিস্তৃতি দেখা যায় ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। কেউটে প্রজাতির সাপের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ এবং এটির সর্বোচ্চ দৈর্ঘ্য ২.১ মি (৬ ফুট ১১ ইঞ্চি) পর্যন্ত হতে পারে ।
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এটিকে বাংলাদেশে বিপন্ন এবং বিশ্বে বিপদমুক্ত বলে বিবেচনা করে। বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।