ময়মনসিংহের ভালুকায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন।
উপজেলার জমিরদিয়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন জমিরদিয়ার ইন্টারনেট ব্যবসায়ী মো. আলফাজ ও ইন্টারনেট সংযোগকারী শ্রমিক অমিত। অমিতের বাড়ি বরিশালে।
এ ঘটনায় আহত হয়েছেন আলফাজের বাবা আলী হোসেন।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম নিউজবাংলাকে জানান, জমিরদিয়া এলাকার তানভীরের বাড়িতে ইন্টারনেট সংযোগ দেয়ার জন্য আলফাজ ও অমিত বাড়ির টিনের চালে ওঠে। চালের উপর ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে পা পড়ে অমিত বিদ্যুৎস্পৃষ্ট হন।
পুরো চাল বিদ্যুতায়িত হয়ে আলফাজও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের এ অবস্থা দেখে আলী বাঁচাতে গেলে তার সঙ্গেও একই ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আফজাল এখনও সেখানে চিকিৎসাধীন।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।