ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবেছে পাথরবোঝাই একটি বাল্কহেড।
পতেঙ্গা লাইটহাউস থেকে দুই নটিক্যাল মাইল দূরে আলফা অ্যাংকরেজ এলাকায় শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নৌযানটিতে ছিলেন পাঁচ নাবিক। তাদের উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম শাখার কর্মকর্তা লে. আবদুর রউফ নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অ্যাংকরেজ এলাকায় এমভি পিংকি নামের বাল্কহেডটির ইঞ্জিন চলমান অবস্থায় বিকল হয়। তখন একটি মার্চেন্ট জাহাজের চেইন ক্যাবলের সঙ্গে এর ধাক্কা লাগে। তখনই এটি ডুবতে থাকে।
আবদুর রউফ বলেন, চারজন নাবিককে কোস্টগার্ড উদ্ধার করে। বাল্কহেড থেকে লাফ দেয়া একজন নাবিককে এমভি নাফিজা জাহান নামের একটি জাহাজে উদ্ধার করা হয়। নৌযানটিকেও উদ্ধারের চেষ্টা চলছে।
বন্দর সূত্রে জানা গেছে, বাল্কহেডটি পতেঙ্গা হয়ে নোয়াখালীর ভাসানচরের দিকে যাচ্ছিল। এটি ডুবে গেলেও তাতে বন্দরের কার্যক্রম ব্যাহত হয়নি।