চট্টগ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এক কবিরাজি চিকিৎসককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সৎভাইদের বিরুদ্ধে। পুলিশ তাদের আটক করেছে।
নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোড এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. কাইছারের বাড়ি পাহাড়তলী থানার দুলালাবাদ এলাকায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে জানান, কাইছারের সঙ্গে জমিজমা নিয়ে তার দুই সৎভাই মো. সাজ্জাদ ও মো. সৈকতের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে বৃহস্পতিবার রাতে তারা তাকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ভাইকে আটক করা হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।