চাঁদপুরে অতিরিক্ত দামে তরমুজ বেচার অপরাধে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের চৌধুরীঘাট ফল পট্টি ও স্টেডিয়াম রোড এলাকায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট সামিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল করিম।
জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল করিম বলেন, ‘চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মার্কেটিং অফিসের যৌথ উদ্যোগে অসাধু ব্যবসায়ীদের কেজি দরে তরমুজ বিক্রি ঠেকাতে এই অভিযান চালানো হয়। অভিযানে চৌধুরীঘাট এলাকায় তরমুজ ব্যবসায়ী আলি সিকদার ও বিসমিল্লাহ ট্রেডার্স এবং স্টেডিয়াম রোড এলাকার আজওয়া স্টোরকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রেজাউল করিম আরও বলেন, ‘ব্যবসায়ীদের চালান কপি না থাকায় এবং অতিরিক্ত দামে তরমুজ বিক্রি বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। শহরের কালীবাড়ি এলাকায় হট কালেকশনকে স্বাস্থবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। স্টেডিয়াম রোড এলাকার চাল ব্যবসায়ী সিরাজ ট্রেডার্সকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তার ট্রেড লাইসেন্স ছিল না। তারা নাজিরশাইল চালের সাথে অন্য চাল মিশিয়ে করে বিক্রি করতো।’
তিনি বলেন, ‘আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কোন অবস্থাতেই ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত দামে তরমুজ বেচতে দেয়া হবে না।’