বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চিকিৎসক রাখতে মানববন্ধন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ এপ্রিল, ২০২১ ০১:৪৫

বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার বাসিন্দারা জানান, উপকূলের দেড় লাখ মানুষের স্বাস্থ্যসেবায় ‘ভরসা’ একটি হাসপাতাল। সেখানে ২২ জন চিকিৎসকের পদ থাকলেও বেশিরভাগ শূন্য। ২৬ জন নার্স থাকার কথা কিন্তু রয়েছেন মাত্র ছয়জন।

ভোলার মনপুরা উপজেলায় ৫০ শয্যার হাসপাতালে রয়েছে চিকিৎসকসহ স্টাফ সংকট।

এ অবস্থাতেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজয়ানুল আলমকে বদলি করা হয়েছে। সংবাদ জেনে এলাকার লোকজন বদলির আদেশ বাতিল চেয়ে মানববন্ধন করেছেন।

বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার বাসিন্দারা জানান, উপকূলের দেড় লাখ মানুষের স্বাস্থ্যসেবায় ‘ভরসা’ একটি হাসপাতাল। সেখানে ২২ জন চিকিৎসকের পদ থাকলেও বেশিরভাগ শূন্য। ২৬ জন নার্স থাকার কথা কিন্তু রয়েছেন মাত্র ছয়জন।

স্থানীয় লোকজন জানান, এরকম জনবল সংকটের মাঝে চিকিৎসক ও স্টাফরা আন্তরিকভাবে রোগীদের সেবা করেন। বিশেষ করে বদলির আদেশ পাওয়া রেজয়ানুল আলম করোনার মধ্যে দিন-রাত দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ডায়রিয়ার প্রকোপ দেখা দিলে তিনি নিজ খরচে ট্রলার ভাড়া করে স্যালাইন নিয়ে এসেছেন।

স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, চলতি বছরের ৭ জানুয়ারি মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব নেন রেজয়ানুল আলম। যোগদানের মাত্র চার মাসের মধ্যে তার বদলির আদেশ হয়েছে। গত ২৭ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে ভোলার দৌলতখান উপজেলার খায়েরহাটে ৩০ শয্যা হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসেবে তাকে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তার বদলির সংবাদ জেনে বৃহস্পতিবার দুপুর দুইটায় হাসপাতালের সামনে জড়ো হন এলাকার লোকজন। তারা বদলির আদেশ বাতিল চেয়ে ঘণ্টাব্যাপি মানববন্ধন করেন। হাসপাতালে কর্মরত স্টাফরাও মানববন্ধনে উপস্থিত হন। চিকিৎসকের বদলির আদেশ বাতিল না হলে তারা আবার আন্দোলন কর্মসূচি দেবেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ রুখতে এলাকার লোকজন দাবি তুলেছেন। এ বিষয়টি জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।’ভোলা জেলার সিভিল সার্জন সৈয়দ রেজাউল ইসলাম বলেন, ‘স্থানীয়দের দাবির বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। তারা আশ্বস্ত করেছেন বদলি আদেশ বাতিলের।’

এ বিভাগের আরো খবর