চট্টগ্রামে রাউজানে নির্মাণাধীন রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে মো. ইকবাল নামে এক শ্রমিক মারা গেছেন। ২৮ বছর বয়সী ইকবালের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় রঙের কাজ করছিলেন ইকবাল। সেখান থেকে মাটিতে পড়ে জখম হন তিনি। তাকে উদ্ধার করে সন্ধ্যা ছয়টার দিকে চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি নিউজবাংলাকে বলেন, ‘এরকম সংবাদ আমরা পাইনি। খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি।’