মানিকগঞ্জের সিঙ্গাইরে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
সিঙ্গাইরের জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে বৃহস্পতিবার বেলা ১১টা দিকে এই ঘটনা ঘটে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন হত্যার এই ঘটনা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম সেলিম হোসেন খোকন মিয়া।
স্বজনদের বরাত দিয়ে ওসি আসলাম জানান, খোকন মিয়া গত সাত মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তার ছেলে মো. কাউছার মাদকাসক্ত। বাবা-ছেলের মধ্যে প্রায়ই কলহ চলতো।
খোকনের বোন মমতাজ বেগম অভিযোগ করে, বৃহস্পতিবার সকালেও তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। সে সময় বাবাকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় কাউছার। আশঙ্কাজনক অবস্থায় খোকন স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক কাউছারকেও খোঁজা হচ্ছে।