বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্মাণাধীন বেড়িবাঁধের ইয়ার্ডে যুবকের মরদেহ, আটক ১

  •    
  • ২৯ এপ্রিল, ২০২১ ১৪:০২

শরণখোলা থানার ওসি জানান,সবুজের পা ভাঙা ও মাথা থেঁতলানো ছিল। এটি হত্যা না দুর্ঘটনা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বাগেরহাটের শরণখোলায় নির্মাণাধীন বেড়িবাঁধের ইয়ার্ডে ট্রাকের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার সাউথখালী ইউনিয়নের চালডাঙ্গা গ্রাম থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওহিদুজ্জামান সবুজের বাড়ি উপজেলার বকুলতলা গ্রামে। তিনি ওই বেড়িবাঁধ প্রকল্পের লরিচালক।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান নিউজবাংলাকে জানান, উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিআইপি) নির্মাণাধীন বেড়িবাঁধের ইয়ার্ডে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

ওসি জানান, সবুজের পা ভাঙা ও মাথা থেঁতলানো ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চালরেয়েন্দা গ্রামের শহীদুল ইসলামকে পুলিশ আটক করেছে। সে-ও ওই প্রকল্পের লরিচালক।

তারা দুজনই ওই ইয়ার্ডে তৈরি ব্লক লরিতে করে বেড়িবাঁধে নেয়ার কাজ করতেন। এটি হত্যা না দুর্ঘটনা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো খবর