নোয়াখালীতে লিচু পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের মো. তাজুল ইসলাম ও তার ছেলে মো. মামুন।
জেলা মুখ্য মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার দুপুরে তাদের হাজির করা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া নিউজবাংলাকে জানান, বুধবার সন্ধ্যায় রাজুরগাঁও গ্রামে সফি উল্যাহ তার গাছ থেকে লিচু পাড়তে গেলে ছোটভাই তাজুল এবং তার দুই ছেলে মামুন ও সাইফুলের সঙ্গে ওই জমির মালিকানা ও লিচুর ভাগাভাগি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সফিকে মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বুধবার রাতেই ওই তিনজনকে আসামি করে সফির মেয়ে হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ তাজুল ও মামুনকে গ্রেপ্তার করে। সাইফুল পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।