নোয়াখালীর চাটখিল উপজেলায় এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. সেলিমের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক।
লক্ষ্মীপুর সদর উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া বাজার এলাকায় বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত আটটার দিকে হোটেল ব্যবসায়ী শহীদুল ইসলাম হোটেল বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন। খিলপাড়া বাজারের বড় মসজিদের সামনে থেকে সেলিম, সবুজ, রায়হান ও কাওসার তাকে জোর করে অটোরিকশায় তুলে নেয়।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় তসলিম মাহমুদ, ইসমাইল হোসেন ইপ্তি ও রাশেদুল ইসলাম রাশু অটোরিকশাটিকে ধাওয়া দেয়।
রাত পৌনে ৯টার দিকে লক্ষ্মীপুর সীমান্তে অটোরিকশাটিকে তারা আটক করে। তবে চার অপহরণকারীর মধ্যে তিনজন পালিয়ে যায়। একজনকে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেন।
খিলপাড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন নিউজবাংলাকে জানান, আটকের পর অপহরণ মামলা করে সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।
বাকিদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।