নারাণগঞ্জের সোনারগাঁয়ে ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনার মামলার আসামি ছিলেন মাওলানা আবদুল কাইয়ুম। ওই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোণা শহরের মালনী জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার জেলার কেন্দুয়া উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি জানানো হয়েছে।
নেত্রকোণা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ নিউজবাংলাকে জানান, নারাণগঞ্জের সোনারগাঁয়ে ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনার মামলার আসামি ছিলেন মাওলানা আবদুল কাইয়ুম। ওই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
বিকালে তাকে নেত্রকোণা বিচারিক আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।