প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের সিলেটের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সিলেটের দক্ষিণ সুরমার তেতলি গ্রামে বুধবার সকালে মালেকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানা গেছে।ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে একদল লোক মালেকের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। ঘর থেকে আসবাবপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে হামলাকারীদের মধ্যে একজনকে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতেও দেখা যায়।
তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। মালেকের পরিবারের সব সদস্য যুক্তরাজ্যে বসবাস করেন।
এর আগে মঙ্গলবার একটি ফেসবুক পেজের লাইভ টকশোতে এসে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মালেক। নারীর প্রতি অবমাননাকর গালাগাল করতেও শোনা যায় যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে।
আওয়ামী লীগের অন্য নেতা-কর্মীদেরও গালাগাল করেন তিনি। ওই টকশোতে অংশ নেয়া আওয়ামী লীগের এক নারী নেত্রীকে নিয়েও অবমাননাকর ও অশ্লীল মন্তব্য করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এমন গালাগালির জের ধরে বুধবার ভোরে মালেকের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সকালে শতাধিক লোক ওই বাড়িতে হামলা করে। হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পৌঁছানোর পরপরই ক্ষুব্ধ লোকজন চলে যান।তিনি বলেন, কারা হামলা চালিয়েছে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগও করেনি।সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, কেউ আপত্তিকর মন্তব্য করলে বা কারো বক্তব্যে কেউ আঘাত পেলে আইনি প্রতিকার চাওয়া যেতে পারে। কিন্তু যেভাবে বাড়িতে হামলা চালানো হয়েছে তা নিন্দনীয়।
নাসিম বলেন, দেশে যে আইনের শাসন নেই এ হামলাই তার প্রমাণ।