করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় কৃষকের জমির ধান কেটে দিয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও কুষ্টিয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর আগেও ফরিদপুর, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় জমি থেকে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জয়পুরহাট
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচবিবি উপজেলার রামপুরা গ্রামের আজাহার আলী নামে এক গরিব কৃষকের দুই বিঘা জমির পাকাধান ছাত্রলীগ নেতা-কর্মীরা কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দেন।
পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগের পলাশ কুমার ঘোষের নেতৃত্বে অসহায় এই কৃষকের ধান কাটায় অংশ নেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাফিজ হোসেন, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক নিলয়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিন আহম্মেদসহ অনেকেই।
কৃষক আজাহার আলী বলেন, ‘আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগের নেতারা আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে দিয়ে গেছে। তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।’
পলাশ কুমার ঘোষ আরও বলেন, ‘করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পরেছেন। তাই উপজেলার গরিব কৃষকদের ধান কাটার কাজে সহযোগিতা করতে উপজেলা ছাত্রলীগ একটি টিম গঠন করে। যেখানেই শ্রমিক সংকট, সেখানেই ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে।’
কুষ্টিয়া
কুষ্টিয়ায় ছাত্রলীগের ৫০ নেতা-কর্মী কৃষকের ক্ষেতের ধান কেটে মাড়াই করে দিয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া শহরতলীর ডাঙ্গাপাড়া গ্রামে ধান কাটার কর্মসূচীতে অংশ নেন তাঁরা।
কুষ্টিয়ায় ছাত্রলীগের ৫০ নেতা-কর্মী কৃষকের জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন।ছবি:নিউজবাংলা
ধান কাটার দলে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক। তিনি বলেন, ‘করোনাকালে দলীয় নেতা-কর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে কুষ্টিয়া জেলায় দল বেঁধে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের বিভিন্ন পযার্য়ের নেতা-কর্মীরা ধান কাটায় অংশ নেন।
অনিক বলেন কৃষকের এক বিঘা জমির ধান কেটে দেন তারা।