শেরপুরের সদর উপজেলার চরপক্ষীমারীতে বিদ্যুতায়িত হয়ে মো. আবু রায়হান নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে টেলিভিশনের প্লাগ লাগাতে গিয়ে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু আবু রায়হান সদর উপজেলার খাসপাড়া ইউনিয়নের মো. নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশু আবু রায়হান তাদের শোবার ঘরে থাকা টেলিভিশনের প্লাগ লাগানোর সময় তার একটি আঙুল বৈদ্যুতিক প্লাগের ভেতরে ঢুকে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন। পরে তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।