নেত্রকোণার কেন্দুয়ায় এক গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে তার চাচাশ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে । মামলায় আরও দুইজনকে আসামি করা হয়েছে।
গত ২৪ এপ্রিল উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগী গৃহবধূর শ্বশুর বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলাটি করেন মঙ্গলবার বিকেলে।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ মামলার বরাত দিয়ে জানান, ওই গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করতেন তার চাচাশ্বশুর । বিষয়টি নিয়ে আগে পারিবারিকভাবে দেন-দরবার করে তাকে সাবধান করা হয়।
গত ২৪ এপ্রিল সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে ১৯ মাস বয়সের এক শিশুসহ গৃহবধূকে রান্নাঘর থেকে পাশের এক জঙ্গলে তুলে নিয়ে যান চাচাশ্বশুর ও তার দুই সহযোগী। সেখানে ওই দুইজনের সহায়তায় জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ করেন তিনি। এ সময় জঙ্গলের পাশ দিয়ে টর্চলাইটের আলো জ্বালিয়ে লোক আসতে দেখে আসামিরা গৃহবধূকে ফেলে চলে যান। এ সময় গৃহবধূ পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি জানাজানি হলে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় মাতব্বরেরা।
ওসি আরও জানান, পরে থানায় মামলা করলে গৃহবধূর শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।