কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ জহির নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।
উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে বুধবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত জহির জামালপুর গ্রামের জব্বারের ছেলে।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশাফুজ্জামান বলেন, ‘জহির শর্টগানের গুলিতে আহত হয়েছেন বলে ধারণা। এখন গোপনে কোথাও চিকিৎসা নিচ্ছেন। শুনেছি রাজশাহীতে কোনো হাসপাতালে ভর্তি হয়েছেন।’
এলাকার লোকজন জানান, জহির ভারত থেকে মাদক পাচার করে আনার সময় ১৫২/১৩ (এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় গুলির ঘটনা ঘটে। ওপারে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবেড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্প। তাদের ছোড়া গুলি জহিরের ডান পায়ে বিদ্ধ হয়।
এদিকে বুধবার সকাল ১০টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। এ বিষয়ে বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন বলেন, ‘পতাকা বৈঠক দুই বাহিনীর রুটিন ওয়ার্ক। সীমান্তে গুলিতে আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।’