বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থানার নিজের ক্যাবিনেটে ১২ কেজি গাঁজা, এসআই গ্রেপ্তার

  •    
  • ২৮ এপ্রিল, ২০২১ ২১:০৪

পুলিশ জানায়, পাবনা সদর থানার এসআই ওছিমের কাছে গাঁজা রয়েছে-এমন তথ্যের ভিত্তিতে সোমবার সেখানে অভিযান চালান এসপি মহিবুল ইসলাম খান। পরে থানায় এসআই ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেট থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়, আটক করা হয় তাকে।

পাবনা সদর থানায় ব্যক্তিগত ক্যাবিনেটে ১২ কেজি গাঁজা পাওয়ায় এক উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে।

এসআই ওছিম উদ্দিনকে গত সোমবার বিকেলে গ্রেপ্তার করেন পাবনার পুলিশ সুপার। তবে বিষয়টি জানাজানি হয় বুধবার।

ওছিমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পাবনা সদর থানার এসআই ওছিমের কাছে গাঁজা রয়েছে-এমন তথ্যের ভিত্তিতে সোমবার সেখানে অভিযান চালান এসপি মহিবুল ইসলাম খান। থানায় এসআই ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেট থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে ওছিমকে আটক করে কারাগারে পাঠানো হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, এ ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখার এসআই জিন্নাত আলী মামলা করেছেন। এ ছাড়া ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

পাবনার এসপি মহিবুল ইসলাম বলেন, ‘অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রধানের কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। অপরাধী সাধারণ মানুষ বা পুলিশ যেই হোক, বিচারের মুখোমুখি তাকে হতেই হবে।’

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, কয়েকদিন আগে ওছিম ১৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। তখন ৫ কেজি গাঁজাসহ আটক দেখিয়ে ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।

এ বিভাগের আরো খবর