বাগেরহাট আদালতের হাজতখানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামি হাফিজুর রহমান ওরফে শিপনকে ঝিনাইদহ জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও মোংলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ২৫ এপ্রিল বিকেলে একটি চুরির মামলায় একদিনের রিমান্ড শেষে কোর্ট পুলিশের হাজতখানায় নেয়ার সময় পুলিশকে ধাক্কা দিয়ে তিনি পালিয়ে যান।
গ্রেপ্তার হাফিজুরের বাড়ি মোংলা উপজেলার কানাইনগর গ্রামে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে হাফিজুরের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হস্তান্তর করা হবে।