লকডাউনের কারণে কর্মহীন খুলনার ডুমুরিয়া উপজেলায় চার শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এ ছাড়া বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ৩০ থেকে ৩৫ জনের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
উপজেলার গুটুদিয়া, উলাবাজার, নকাঠিবাজার এলাকার অসহায়দের মাঝে মঙ্গলবার এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিকুর রহমান খান, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ।
খাদ্য সহায়তা হিসেবে বিতরণ করা হয় চাল, ডাল, আলু, লাউ ও কুমড়া। এ ছাড়া জেলা প্রশাসক নিজ উদ্যোগে প্রত্যেককে এক কেজি করে মুরগীর মাংস দেন।
খাদ্য সহায়তা ও মুরগীর মাংস পেয়ে প্রান্তিক এসব মানুষ প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা করোনায় কর্মহীন মানুষের বেশ কিছুদিনের খাদ্যের চাহিদা মেটাবে। এর সঙ্গে দেয়া মুরগীর মাংস প্রান্তিক এ সব মানুষের আমিষের চাহিদাও পূরণ করবে।
করোনার সময়ে প্রান্তিক মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে এমন উদ্যোগ ফলপ্রসূ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।