সাভারের উলাইল কর্ণপাড়া এলাকা থেকে অপহরণ হওয়া শিশুকে চার দিন পর মানিকগঞ্জ জেলা সদর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
মানিকগঞ্জ র্যাব ক্যাম্পের সহযোগিতায় মঙ্গলবার গভীর রাতে সদর থানার বাড়াঙ্গাইল গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও তিনজনকে আটক করে সাভার মডেল থানার পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হামিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাকে জানান, গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের দায় স্বীকার করেছেন। তারা হলেন, মানিকগঞ্জ জেলা সদর থানার হাবু মিয়া, হরিরামপুর থানার পাঁচ বাড়ই গ্রামের বাদশা মিয়া ও তালে গোপালপুর গ্রামের করিম বেপারী।
মডেল থানা-সুত্রে জানা যায়, অপহরণ হওয়া শিশুর নাম ইসতেফাক হাসান। তার বয়স ৯ বছর। সে ময়মনসিংহের গৌরীপুরের জাহিদুল ইসলামের ছেলে। পরিবারের সঙ্গে সাভারের কর্ণপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকে সে।
বাড়ির পাশের খেলার মাঠ থেকে ২৩ এপ্রিল সকালে নিখোঁজ হয় শিশু ইসতেফাক। সারা দিন খোঁজ করে তাকে না পেয়ে সন্ধ্যায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা। এরপর গত মঙ্গলবার দুপুরে ইসতেফাক নানা হাসেম উদ্দিনের মুঠোফোনে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
ওই মোবাইল ফোনের সূত্র ধরে মডেল থানার পুলিশ অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। মানিকগঞ্জে র্যাবের সহাযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
এসআই হামিদুর রহমান আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ চক্র। তারা সচ্ছল পরিবারের শিশুদের অপহরণের জন্য টার্গেট করে। গত শুক্রবার খেলার মাঠ থেকে পাখি কিনে দেয়ার কথা বলে তারা ওই শিশুটিকে অপহরণ করে।’
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে তাদের নামে মামলা দেয়া হয়েছে। দুপুরে আসামিদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।