টাঙ্গাইল সদর উপজেলায় অবৈধভাবে পুংলি নদীর পারের মাটি কাটায় ১১ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাতে এ দণ্ড দেয়।
দণ্ডিত ব্যক্তিরা হলেন উজ্জ্বল মিয়া, মো. রায়হান, আব্দুল জব্বার, খন্দকার মাসুম, নিলয় খান, রাসেল খান, মো. মনজুর, আবুল কালাম আজাদ, মো. অভি, মো. মনির ও নিরঞ্জন।
তাদের মধ্যে উজ্জ্বলকে তিন মাস, রায়হানকে সাত দিন ও বাকিদের পাঁচ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।
এ সময় চারটি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম নিউজবাংলাকে জানান, দীর্ঘদিন ধরে তারা রাতে অবৈধভাবে মাটি কাটতেন। এর ফলে নদীর ওপরের ব্রিজসহ দুই পারের ঘরবাড়ি হুমকিতে পড়ে।