ব্রাহ্মণবাড়িয়ায় ওসির পর এবার এএসপিকে বদলি করা হয়েছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আলাউদ্দিন চৌধুরীকে মঙ্গলবার বদলির আদেশ দেয়া হয়।
পুলিশ সদর দপ্তর থেকে আদেশ জারি করে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) বদলি করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রইছ উদ্দিন জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে ওই কর্মকর্তাকে বুধবারের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া ছাড়তে হবে।
- আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে বদলি
এর আগে সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার পর পুলিশের আইজি বেনজীর আহমেদ ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শন করেন।
তিনি পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার বিষয়ে বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। এটি একটি অপেশাদার কার্যক্রম হিসেবে বিবেচিত হবে। আমাদের পুলিশের মধ্যে ইনডিসিপ্লিন বা অপেশাদার লোকজনদের দরকার নেই।’