ডিসি বলেন, ‘গত কয়েক দিন ধরেই নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করছি। এখানে হরিজনদের ১৪৬টি পরিবারকে দেয়া হলো। খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।’
কুমিল্লায় হরিজন সম্প্রদায়ের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।
সদরের টিক্কারচর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে হরিজন সম্প্রদায়ের লোকের বাড়িতে খাবার নিয়ে যান ডিসি কামরুল হাসান।
খাবার বিতরণ শেষে ডিসি নিউজবাংলাকে বলেন, ‘গত কয়েক দিন ধরেই নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করছি। এখানে হরিজনদের ১৪৬টি পরিবারকে দেয়া হলো। খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।’
এ সময় ডিসির সঙ্গে ছিলেন এনডিসি মারুফ হাসান ও স্টাফ অফিসার জিয়াউর রহমান সুজন।