পুলিশের দাবি, হেফাজতের হরতালে চালানো তাণ্ডবেও এই দুইজন জড়িত ছিলেন। ফেসবুকে তারা হেফাজত নেতা মামুনুল হকের উসকানিমূলক পোস্ট শেয়ারও দিয়েছেন।
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছবি বিকৃত করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, হেফাজতের হরতালে চালানো তাণ্ডবেও এই দুইজন জড়িত ছিলেন। হেফাজত নেতা মামুনুল হকের উসকানিমূলক পোস্টও তারা শেয়ার করেছেন।
তাদের নাম মো. তরিকুল ও ইমরান হোসেন।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক হাফিজুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার নগরপাড়া গ্রামের তরিকুল ও ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার ইমরানকে আটক করা হয়েছে।
তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।