বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চুয়াডাঙ্গায় বসতবাড়িতে ভয়াবহ আগুন

  •    
  • ২৭ এপ্রিল, ২০২১ ২৩:৪৭

চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি বসতবাড়িতে আগুন লেগে নগদ টাকা ও ধান-চালসহ ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুরের দিনমজুর আয়ুব আলীর বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে।

বাড়ির মালিক আয়ুব আলীর ছেলে সাইদুর রহমান জানান, সন্ধ্যায় রান্নাঘরে রান্না করার সময় অসাবধানতাবশত আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই বসতঘর, গোয়ালঘর, বিচালির গাদায় আগুন লেগে দাউদাউ করে জ্বলতে থাকে। ঘর থেকে কোনো কিছু বের করার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, আগুনে ঘরে থাকা ৩০ মণ ধান, ১০ মণ আলু, গোয়ালঘরে থাকা ১৪টি ছাগল, ঘরের আসবাব পত্র, কাপড় চোপড়, চাল,ডাল, সব পুড়ে ছাই হয়ে যায়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দামুড়হুদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় তারা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন তিনি।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার জন্য বলা হয়েছে।

এ বিভাগের আরো খবর