বগুড়ায় ডাকাতির ৪৫ লাখ টাকার মালামালসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। ডাকাতরা ইফাদ গ্রুপের মালামালসহ কাভার্ড ভ্যান লুট করেছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আওলাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম, শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের ইয়াছিন আলী, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সোলাইমান মিয়া, বরগুনা সদর উপজেলার বৈরেরচড় এলাকার দুলাল ড্রাইভার, মাগুড়া শালিখা উপজেলার মধুখালি গ্রামের শামিম আহম্মেদ ও নরসিংদী চন্দনপুর উপজেলার হারিসাংগান গ্রামের রাসেল খান সুজন।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, ডিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার জমসের প্রামানিকের বাড়িতে।
সেখান থেকে মালামাল উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় ইয়াছিন নামের ডাকাতকে। তার দেয়া তথ্যে অভিযান চালানো হয় শিবগঞ্জের মোকামতলা এবং ধুনট উপজেলার পূর্ব ভরোনসাকি অফিসারপাড়া এলাকায়।
পুলিশ জানায়, ডাকাত দলের প্রধান জাহাঙ্গীর আলম। তাদের স্বীকারোক্তি পেয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা বাজার থেকে উদ্ধার করা হয় কাভার্ড ভ্যান। উদ্ধার করা মালের মধ্যে ইফাদ গ্রুপের লুট হওয়া প্রায় ৫ লাখ টাকার আতপ চাল, মুড়ি, আটা, বিস্কুট, মাফিন কেক, নুডুলস, সরিষার তেল, পানি ও চিপস রয়েছে। ডাকাত দলটি দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যানসহ মালামাল লুট করে আসছিল।