কিশোরগঞ্জে হেফাজত নেতা মাওলানা মোহাম্মদ উল্লাহ জামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার সতাল এলাকা থেকে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী হেফাজতে ইসলামের সাবেক কমিটির নির্বাহী সদস্য এবং জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি কিশোরগঞ্জ শহরের সতাল পূর্ব তারাপাশা এলাকায় দারুল উলুম মাদ্রাসা ও সদর উপজেলার মারিয়া বিসিক এলাকায় ফাতিমাতুয যাহরা কওমী মহিলা মাদ্রাসার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ওসি আবু বকর সিদ্দিক জানান, বিকেলে নিজ বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় শহরের সতাল এলাকা থেকে মাওলানা মোহাম্মদ উল্লাহ জামীকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ শহরে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, নেতা-কর্মী ও পুলিশের ওপর হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে কিশোরগঞ্জ মডেল থানায় ৫টি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলায় মোহাম্মদ উল্লাহ জামী এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে করা হয়েছে বলে জানান ওসি।