চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিপন্ন প্রজাতির একটি বনবিড়াল উদ্ধার করা হয়েছে।
উপজেলার মধ্যম চাতরী এলাকা মতি উল্লাহ মুন্সীর বাড়ির তৌহিদুল আলমের বাড়ি থেকে সোমবার রাত ২টার দিকে এটি উদ্ধার করা হয়।
সংরক্ষণের জন্য বিড়ালটিকে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানার তত্বাবধায়ক আতিকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, ‘এটি একটি বিপন্ন প্রজাতির বিড়াল। এটি হিংস্র নয় তবে বিলুপ্ত প্রায়। এ ধরনের বিড়াল সংরক্ষণ করা প্রয়োজন। এটিকে আমরা চিড়িয়াখানার খাঁচায় দর্শনার্থীদের জন্য রাখব।’
তৌহিদুল আলম জানান, ঘরের ছাদে অবস্থান করছিল বনবিড়ালটি। সোমবার রাত ২টার দিকে বিড়ালটি উদ্ধার করা হয়েছে। পরে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয় এটি।
মাঝারি আকারের এই বনবিড়ালটি জংলীবিড়াল, খাগড়া বিড়াল ও জলাভূমির বিড়াল নামে পরিচিত। এসব বিড়াল এশিয়ার দক্ষিণ চীন, মধ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিমে নীল নদ উপত্যকায় দেখতে পাওয়া যায়।
বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি বিপন্ন ।