বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হামলায় আহত যুবকের মৃত্যু, ‘গুজব’ বলে ফের হামলা

  •    
  • ২৭ এপ্রিল, ২০২১ ১৬:৩৪

আশরাফুলের স্বজনদের অভিযোগ, মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিপক্ষের লোকজন একে ‘গুজব’ আখ্যায়িত করে আবারও তাদের বাড়িতে হামলা চালিয়ে ২০টি ঘর ভাঙচুর করে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন।

কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত এক যুবকের মৃত্যুকে গুজব বলে উড়িয়ে দিয়ে প্রতিপক্ষের লোকজন আবারও ওই যুবকের বাড়িতে হামলা চালিয়েছে।

মঙ্গলবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে ঢাকায় নেয়ার পথে হামলায় আহত যুবকের মৃত্যু হয়। তার নাম আশরাফুল ইসলাম শান্ত।

পুলিশ জানায়, ২০২০ সালের ২৯ ডিসেম্বর খালে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মোসলেম উদ্দিন নামে একজন নিহত হন। এ ঘটনার জেরে ওই পক্ষের লোকজন রোববার সকালে ট্যাঁটা, বল্লম, ছেনি নিয়ে আশরাফুলের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ওইদিন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আশরাফুলকে মঙ্গলবার সকালে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়।

আশরাফুলের স্বজনদের অভিযোগ, মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিপক্ষের লোকজন একে ‘গুজব’ আখ্যায়িত করে আবারও তাদের বাড়িতে হামলা চালিয়ে ২০টি ঘর ভাঙচুর করে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে সেখানে তিন পুলিশ সদস্য আহত হন। ওই এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ি থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব।

ওসি আরও জানান, আশরাফুলের মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের পর হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো খবর