নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের মামলায় ফরহাদ হোসেন নামে এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাউছার আলম এ আদেশ দেন। সকালে ওই যুবককে ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান নিউজবাংলাকে জানান, ফতুল্লা থানার করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি ফরহাদকে কারাগারে পাঠায় আদালত। এর আগে আদালতে ঘটনার বর্ণনা দেয় ওই ছাত্রী।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পরিবারের সঙ্গে ওই কিশোরী মধ্য ধর্মগঞ্জ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। একই এলাকার ফরহাদ দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল। এ কারণে ওই শিক্ষার্থীর পরিবার বাসা পরিবর্তন করে ফতুল্লার অন্য এলাকায় চলে যায়।
ওসি আরও জানান, গত ১৬ এপ্রিল ওই শিক্ষার্থীকে নানা প্রলোভন দেখিয়ে ফরহাদ নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে কিশোরীর মা স্থানীয় নারী ইউপি সদস্যকে নিয়ে মেয়েকে উদ্ধার করেন।
এ ঘটনায় রোববার রাতে কিশোরীর মা ফতুল্লা থানায় মামলাটি করেন।