স্বাস্থ্যবিধি নিশ্চিতে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান।
সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের চকবাজার, নিউ মার্কেট, কাপড় পট্টিসহ বিভিন্ন বাজার ঘুরে দেখেন তিনি।
এসপি মো. আলিমুজ্জামান বলেন, ‘দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। স্বাস্থ্যবিধি মেনে আমাদের সবাইকে চলতে হবে। তিনি ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বিকিকিনি পরিচালনার অনুরোধ করেন।
‘একই সঙ্গে ক্রেতাদের সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার করে কেনাকাটা করেন সেদিকে খেয়াল রাখতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন চন্দ্র সরকার, টি আই তুহিন লস্কর, পুলিশ পরিদর্শক আব্দুল গফফার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা, ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলা, নুরুল ইসলাম, এ কে আজাদ বাদশা, দিন্দয়াল আগরওয়ালাসহ আরও অনেকে।