ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার উত্তর ইউনিয়নের রাঁধানগর গ্রাম থেকে সোমবার বেলা ১১টার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হিরণ চৌধুরীর বাড়ি ওই এলাকাতেই।
পারিবারের বরাত দিয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হিরণ রোববার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার সকালে খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। আশপাশে পাওয়া যায়নি তার অটোরিকশাটি।
ওসি মিজানুর আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।