বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উপহারের ঘর নিয়ে অভিযোগ: যুবলীগ নেতাকে তুলে নিলেন ইউএনও

  •    
  • ২৬ এপ্রিল, ২০২১ ১২:১৭

জেলা প্রশাসক হাবিবুর রহমানের কাছে কামাল রাঢ়ী ২২ এপ্রিল লিখিত অভিযোগে জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে আমতলীর গুলিশাখালী ইউনিয়নের ৫০টি ঘর বরাদ্দ দেয়া হয়। ইউএনও অফিসের সাঁটলিপি মুদ্রাক্ষরিক কাম অফিস সহায়ক এনামুল হক বাদশার গ্রামের বাড়ি ওই ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে। প্রকল্পে প্রভাব বিস্তার করে ঘুষ নিয়ে আত্মীয়স্বজনের নামে বাদশা ৩০টি ঘর বরাদ্দ দেন।

বরগুনার আমতলীতে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহায়কের অনিয়মের অভিযোগ করায় অস্ত্রের মুখে হুমকি দেয়া হয়েছে জানিয়েছেন এক যুবলীগ নেতা।

কামাল রাঢ়ী নামের ওই যুবলীগ নেতার অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আসাদুজ্জামান ও তার অফিস সহকারী এনামুল হক বাদশা তাকে তুলে নিয়ে অস্ত্রের মুখে হুমকি ও ভিডিও ধারণ করেছেন।

কামাল রাঢ়ী আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

জেলা প্রশাসক হাবিবুর রহমানের কাছে কামাল রাঢ়ী ২২ এপ্রিল লিখিত অভিযোগে জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে আমতলীর গুলিশাখালী ইউনিয়নের ৫০টি ঘর বরাদ্দ দেয়া হয়। ইউএনও অফিসের অফিস সহায়ক এনামুল হক বাদশার গ্রামের বাড়ি ওই ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে। প্রকল্পে প্রভাব বিস্তার করে ঘুষ নিয়ে আত্মীয়স্বজনের নামে বাদশা ৩০টি ঘর বরাদ্দ দেন।

কামাল রাঢ়ীর অভিযোগ, জেলা প্রশাসকের কাছে অভিযোগের পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাদশা। ২৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে সুজন মুসুল্লির নেতৃত্বে ৭-৮ জন কামালকে হরিদ্রাবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।

তুলে নেয়ার সময় সুজন মুসুল্লি বলেন, ‘বাদশা ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিছস, তোরে ভাই যাইতে কইছে।’

যুবলীগ নেতাকে তুলে নিয়ে হুমকির অভিযোগ উঠেছে আমতলীর ইউএনও আসাদুজ্জামান ও তার অফিস সহায়ক বাদশার বিরুদ্ধে

সেখান থেকে প্রথমে কামালকে পায়রা নদীর তীরবর্তী আঙুলকাটা নামক স্থানে নিয়ে যায়। সেখানে অস্ত্রের মুখে হুমকি দিয়ে অভিযোগ তুলে নিতে চাপ দেয়া হয় বলে জানান কামাল রাঢ়ী।

তিনি জানান, কয়েক ঘণ্টা তাকে আটকে রাখার পর রাত সাড়ে ১২টার দিকে নেয়া হয় ইউএনও আসাদুজ্জামানের বাসায়। পরে ইউএনও ও তার অফিস সহকারী বাদশা অভিযোগ প্রত্যাহার করে নিতে চাপ দেন।

কামাল রাঢ়ী বলেন, ‘তারা আমাকে ‘বাদশার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ মিথ্যে ছিল’ এমন কথা বলতে বাধ্য করে ভিডিও করেন। এরপর রাত দেড়টার দিকে ইউএনওর বাসা থেকে আমাকে ছেড়ে দেয়া হয়।’

কামাল রাঢ়ীকে কিছু লোক তুলে নিয়ে গেছে উল্লেখ করে একই ইউনিয়নের কামাল মৃধা নামের এক ব্যক্তি ২২ এপ্রিল রাতেই আমতলী থানায় লিখিত অভিযোগ করেন।

কামাল মৃধা জানান, তার সামনে থেকে তিন-চারটি মোটরসাইকেলে সুজন মুসুল্লি ও আরও সাত-আটজন ব্যক্তি কামাল রাঢ়ীকে তুলে নিয়ে যায়।

ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ পাওয়ার পর ইউএনও অফিসের অফিস সহায়ক এনামুল হক বাদশাকে বেতাগী উপজেলায় বদলি করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম নিউজবাংলাকে জানান, শনিবার রাতে কামাল মৃধা নামের এক ব্যক্তি যুবলীগ নেতা কামাল রাঢ়ীকে অপহরণের লিখিত অভিযোগ করেন। এতে বাদশার নির্দেশে সুজন মুসুল্লির নেতৃত্বে হাবিব গাজীসহ ৭-৮ ব্যক্তি জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

ওসি বলেন, অভিযোগ পাওয়ার পুলিশ কামাল রাঢ়ীকে খুঁজতে কাজ শুরু করে। পরে পুলিশ জানতে পারে, কামালকে তুলে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখানোর পর ইউএনওর বাসায় ভিডিও ধারণ করে ছেড়ে দেয়া হয়েছে।

শুক্রবার বরাদ্দ করা ঘর পরিদর্শনে যান আমতলীর ইউএনও আসাদুজ্জামান। সেখানে ঘর বরাদ্দে কোনো অনিয়ম হয়নি বলতে স্থানীয়দের চাপ দেয়ার অভিযোগ করে অনেকেই।

অবশ্য স্থানীয়দের কোনো ধরনের চাপ দেয়া হয়নি দাবি করে ইউএনও আসাদুজ্জামান বলেন, ‘আমি ওই এলাকায় গিয়েছিলাম। অনিয়মের বিষয়ে এলাকাবাসীকে লিখিত অভিযোগ দিতে বলেছি।’

কামাল রাঢ়ীকে অপহরণ ও সরকারি বাসায় নিয়ে ভিডিও ধারণ করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। কয়েকজন লোক আমার বাসায় কামাল রাঢ়ীকে খুঁজতে এসেছিল, আমি তাদের আমতলী থানায় যোগাযোগ করতে বলেছি।’

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান ঘরের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন।

তিনি বলেন, ‘এরই মধ্যে অভিযুক্ত এনামুল হক বাদশাকে বেতাগী ইউএনও অফিসে বদলি করা হয়েছে।’

যুবলীগ নেতাকে অপরহণ ও ভীতি প্রদর্শন এবং ইউএনওর বাসায় ভিডিও ধারণের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

এ বিভাগের আরো খবর