নাটোরের নলডাঙ্গায় শিশুকে শ্বাসরোধে হত্যা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার মহিষডাঙ্গা গ্রামে রোববার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত আহসান হাবিবের বাড়ি মহিষডাঙ্গা গ্রামে। তার বয়স ছয় বছর।
হাবিবের বাবা লুৎফর রহমান সোমবার সকালে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তার কিশোরকে সোমবার দুপুরে আদালতে তোলা হবে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নিউজবাংলাকে জানান, শিশু হাবিব রোববার দুপুরে পাশেই তার চাচার বাড়িতে যায়। সেখানে গিয়ে তার চাচাতো ভাইয়ের বিস্কুট খেয়ে ফেলে। এতে ওই কিশোর ক্ষিপ্ত হয়ে হাবিবকে মারধর করে ও গলা টিপে ধরে। এতে শ্বাস নিতে না পারায় ঘটনাস্থলেই মারা যায় শিশু হাবিব।
এ সময় ওই কিশোর কাউকে না জানিয়ে মরদেহ পাশের ভুট্টাক্ষেতে লুকিয়ে রাখে। পরে সে বাড়িতে এসে সবাইকে জানায় হাবিবকে কোথাও পাওয়া যাচ্ছে না।
নাটোরের নলডাঙ্গায় শ্বাসরোধে নিহত শিশু আহসান হাবিবের পরিবারের আহাজারি। ছবি: নিউজবাংলা
পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে ওই কিশোরের আচরণ এলাকাবাসীর কাছে সন্দেহজনক মনে হয়। তারা তাকে চাপ দিলে রাত ১২টার দিকে সে হত্যার কথা স্বীকার করে।
পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ওই কিশোরকে আটক করা হয়। পরে নিহত শিশুর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।