গাজীপুরে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আশীষ কুমার বণিক নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
৪২ বছর বয়সী আশীষ কুমার বণিক শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিসেবে দায়িত্বরত ছিলেন।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) পারভেজ হোসেন রোববার রাতে নিউজবাংলাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আশীষ কুমারের সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তিনি রাজাধানীর উত্তরায় পরিবার নিয়ে থাকতেন।
আরএমও পারভেজ হোসেন জানান, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বে থাকার সময় করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে আসেন আশীষ কুমার বণিক। এরপর জ্বর ও করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষার পর ১৩ এপ্রিল পজেটিভ আসে।
পরে শ্বাসকষ্ট নিয়ে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হলে অক্সিজেনের মাত্রা কমে যায়। সেখানে তাকে আইসিইউতে নেয়া হলে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
আশীষ কুমারের মৃত্যুতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএমএ গাজীপুর শাখা।