রাঙ্গামাটিতে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্পিডবোটের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনচালিত ছোট নৌকার এক যাত্রী প্রাণ হারিয়েছেন।
ওই ব্যক্তির নাম শান্তি রঞ্জন চাকমা। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি শিলার ধাক গ্রামের বাসিন্দা।
রোববার দুপুরে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের সুবলং ঝরনার পাশে এ ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জসিম উদ্দিন।
ওসি নিউজবাংলাকে বলেন, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রোববার বিকেল ৪টার সময়ে তার মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রোববার সকালে সুবলং ঝরনা এলাকা ও শিলারধাক গ্রাম পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী। সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি ছোট নৌকার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্পিডবোটটির ধাক্কা লাগে। এতে মাথায় ও কাঁধে আঘাতপ্রাপ্ত হয়ে পানিতে ডুবে মারা যান শান্তিরঞ্জন চাকমা।
এ বিষয়ে ইউএনও এসএম মনজুরুল হক বলেন, ‘ঘটনাটি অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। সুবলং ঝরনাটি সচল রাখার বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য পূর্বপরিকল্পনা অনুযায়ী সকালে সেখানে গিয়েছিলাম। ফেরার পথে এ দুঃখজনক ঘটনা ঘটে।’
মরদেহের দাহক্রিয়ার জন্য প্রয়োজনীয় সাহায্য দেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।