পটুয়াখালীতে করোনায় কর্মহীন নৌশ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
পটুয়াখালী নৌবন্দর টার্মিনালে রোববার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে এর আয়োজন করা হয়।
জেলার দুই শতাধিক নৌশ্রমিকের মাঝে চাল, ডাল, আলু, চিনি, ছোলা ও ভোজ্য তেল দেয়া হয়।
বিতরণের সময় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন ‘এটা সহায়তা নয়, রাষ্ট্রের অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার। এ উপহার নিতে কেউ সংকোচ করবেন না। এটা রাষ্ট্রীয় সম্পদ, যাতে আপনাদের পূর্ণ অধিকার রয়েছে।’
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ারসহ অনেকে ছিলেন।