বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাভারে হেফাজতের দুই সদস্যকে গ্রেপ্তার

  •    
  • ২৫ এপ্রিল, ২০২১ ২০:০০

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, হরতালের আগের দিন টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের শিমুলতলা এলাকায় হেফাজত কর্মী- সমর্থকদের বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন মনির মুন্সী। আর সিসিটিভি ফুটেজে নাজমুল হোসেনকে দেখা গিয়েছিল।

ঢাকার সাভারে মারামারি, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে গ্রেপ্তার দুইজনকে সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরা হলেন মনির মুন্সী ও নাজমুল হোসেন।

মনির মুন্সী একজন মাদ্রাসাশিক্ষক ও নাজমুল হোসেন পেশায় একজন কাজী। তারা দুজনেই আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক নিউজবাংলাকে জানান, হরতালের আগের দিন টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের শিমুলতলা এলাকায় হেফাজত কর্মী- সমর্থকরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন মনির মুন্সী। আর সিসিটিভি ফুটেজে নাজমুল হোসেনকে দেখা গিয়েছিল। পরে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সরকারবিরোধী কাজের সঙ্গে লিপ্ত। এদের মধ্যে মনির মুন্সী মাইকে সরকারবিরোধী বক্তৃতাও দিয়েছিলেন।

এ বিভাগের আরো খবর