মাগুরার মহম্মদপুর উপজেলায় পাটক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ঘুল্লিয়া গ্রামের ওই ক্ষেতে রোববার সকালে পাওয়া যায় মরদেহটি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস বলেন, মরদেহটি সকিনা বেগমের। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়কের নির্মাণকাজে মাটিকাটার কাজ করতেন।
স্থানীয়রা জানায়, সকালে কৃষকেরা ক্ষেতে কাজ করতে গেলে মরদেহটি দেখে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সকিনার পরিবার গিয়ে মরদেহ শনাক্ত করে।
ওসি তারেক জানান, মরদেহের গলায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল। গলায় শাড়ির আঁচল পেচানো ছিল।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকিনার বিয়ে হয়েছিল অনেক বছর আগেই। কয়েক বছর আগে সে বিয়ে ভেঙে যাওয়ার পর সকিনা বাবার বাড়ি ফিরে আসেন। তার বাবা-মাও বেঁচে নেই। বাড়িতে তার এক ভাই থাকেন, যিনি কৃষক।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার জানান, ‘অসহায় মেয়েটিকে রাস্তায় মাটি কাটার কাজ দিয়েছিলাম। তার লাশ পাটক্ষেতে কীভাবে আসল, কে তাকে মারলো, কিছুই বুঝতে পারছি না।’
ওসি তারেক বিশ্বাস বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে হত্যা করে ক্ষেতে ফেলে রাখা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।