মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে আগুন লেগে পুড়ে গেছে মূল্যবান নথিসহ আসবাবপত্র।
রোববার সকাল আটটার দিকে মৌলভীবাজার যাওয়ার পথে ইউপি ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরকার। পরে তিনি স্থানীয় চেয়ারম্যান ও বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করে জানান।
বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃপক্ষ জানায়, ফোন পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ইউপি চেয়ারম্যানের কক্ষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালতের কক্ষ পুড়ে যায়। পাশাপাশি পুড়েছে ইউনিয়নের পাঁচটি কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ নথি।
এ ঘটনায় বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, পিআইও ওবায়দুল্লাহ্ খান এবং বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা অনুপ কুমার সিংহকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন নিউজবাংলাকে জানান, সকাল আটটার দিকে ওসির কাছ থেকে প্রথম ফোন পান। পরে স্থানীয়রাও তাকে বিষয়টি জানায়। দ্রুত ইউপি ভবনে গিয়ে দেখেন সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
তবে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারেননি। তিনি দাবি করেন, আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা অনুপ কুমার সিংহ নিউজবাংলাকে জানান, কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।