খুলনার পাইকগাছা কৃষি ইনস্টিটিউটের পাশ থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহটির গলা কোমড়ের বেল্টের সঙ্গে নিমগাছের ডালে বাঁধা ছিল। পুলিশ তা উদ্ধার করে রোববার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) খালিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার গভীর রাতে কৃষি ইন্সটিটিউটের কাছে ওই গাছে মরদেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে দেখে, মরদেহটির শরীরে কাঁদামাটি লাগানো ছিল। পড়নে কাপড় ছিল না। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ মর্গে পাঠায়।
তার পরিচয় শনাক্ত করার মতো কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।