কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্তদের হাসপাতালে নেয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে জেলা পুলিশ।
পুলিশ সুপার মো. হাসানুজ্জামান রোববার সকালে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘প্রতিনিয়ত করোনা সংক্রমণ বাড়ছে। সংক্রমণ প্রতিরোধে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশের সদস্যরা মানুষের সেবায় দিনরাত নিজেদেরকে নিয়োজিত রেখেছে। পাশাপাশি বিভিন্ন প্রকার মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে।
‘অসচ্ছল করোনা রোগী অথবা করোনা উপসর্গ আছে এমন ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য অক্সিজেন সিলিন্ডারযুক্ত অ্যাম্বুলেন্সের ফ্রি এই সেবা চালু করা হয়েছে। করোনা সংক্রমণকালে মানুষের দুঃখ-কষ্ট লাঘবে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, পুলিশ কন্ট্রোল রুমের নাম্বারে (০১৩২০১০৯৩৯৪ ও ০৩৪১-৬৪০৪৮) নাম্বারে ফোন করলেই রোগীর বাড়ি পৌঁছে যাবে তাদের অ্যাম্বুলেন্স।