বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইকের সেই মা করোনামুক্ত, ছেলে আক্রান্ত

  •    
  • ২৪ এপ্রিল, ২০২১ ২৩:২৭

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় শনিবার টিটুর করোনা শনাক্ত হয়। তবে শরীরে কোনো উপসর্গে নেই বলে নিউজবাংলাকে জানিয়েছেন তিনি।

করোনা আক্রান্ত মাকে বাঁচাতে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে ঝালকাঠি থেকে বরিশালের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ছেলে জিয়াউল হাসান টিটু। মা করোনামুক্ত হলেও এবার ছেলে নিজেই আক্রান্ত হয়েছেন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় শনিবার টিটুর করোনা শনাক্ত হয়। তবে শরীরে কোনো উপসর্গে নেই বলে নিউজবাংলাকে জানিয়েছেন তিনি।

গত ১৭ এপ্রিল নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামে আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত স্কুলশিক্ষিকা রেহানা পারভীনের অক্সিজেন স্যাচুরেশন ৭০ এর নিচে নেমে যায়। পরে ২০ কেজির অক্সিজেন সিলিন্ডার নিজের শরীরে বেঁধে মাকে মোটরসাইকেলে করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান টিটু।

মায়ের জীবন বাঁচাতে মোটরসাইকেলে তার হাসপাতালে যাওয়ার ভিডিও সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে রেহানা পারভীন শুক্রবার বাড়ি ফিরেছেন ছেলের সঙ্গে সেই মোটরসাইকেলে করেই।

করোনামুক্ত হয়ে ছেলের বাইকেই বাড়িতে ফেরেন মা রেহানা

চিকিৎসকের বরাত দিয়ে টিটু বলেন, ‘মায়ের শারীরিক অবস্থা আগের মতো হতে কিছুটা সময় লাগবে। আমি নিজে আক্রান্ত হলেও মাকে সুস্থ দেখে আমি আনন্দিত।’

জিয়াউল হাসান টিটু কৃষিব্যাংক ঝালকাঠি শাখার সিনিয়র অফিসার। আর তার মা রেহানা পারভীন নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এ বিভাগের আরো খবর