বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নদীপথে চাল পাচার : জব্দ ১০০০ বস্তা

  •    
  • ২৪ এপ্রিল, ২০২১ ২১:৫০

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গোডাউনের জন্য আনা সরকারি চাল বিক্রির জন্য যাচ্ছিল কালোবাজারে। নদীপথে জাহাজ থেকেই এক হাজার বস্তা চাল চোরাইভাবে ট্রলারে তোলা হয়। এসব চাল পটুয়াখালীর কালকিনি নিয়ে যাওয়া হচ্ছিল।

সরকারি খাদ্য গুদামের এক হাজার বস্তা চাল নদীপথে পাচারের সময় আটক করা হয়েছে। ৫০ মেট্রিক টন চাল বহনকারী ট্রলারটি জব্দ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চালককে। ঘটনাটি বরিশালের।

স্থানীয় লোকজন জানান, শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে নদীপথে পটুয়াখালীতে যাচ্ছিল চালবোঝাই একটি ট্রলার। পথে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করেন স্থানীয়রা।

সেই ট্রলারে এক হাজার বস্তায় আনুমানিক ৫০ মেট্রিক টন চাল রয়েছে বলে জানা যায়। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ পৌঁছে ট্রলারচালক আব্দুস ছত্তারকে আটক করে। চালগুলো জব্দ করা হয়।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘একটি স্টিলবডি ট্রলারে ৫০ কেজি ওজনের এক হাজার বস্তা চাল ছিল। আনুমানিক ৫০ মেট্রিকটন সরকারি চাল পাচার হচ্ছিল বলে ধারণা মিলেছে।

বরিশাল জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম পারভেজ মৃধা লোকজন নিয়ে ট্রলারটি আটক করেন। পরে তিনি থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনা জানান।’

ওসি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলারসহ চাল জব্দ করেছি। পাশাপাশি ট্রলারের চালক আব্দুস ছত্তারকে আটক করা হয়েছে। জব্দকৃত চালের বস্তায় খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে।’

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলার চালক আব্দুস ছত্তার চাল পাচারের কথা স্বীকার করেছেন। জব্দ করা চালগুলো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গোডাউনের।

জাহাজে আসা চাল থেকে এক হাজার বস্তা চোরাইভাবে কালোবাজারে বিক্রির জন্য ট্রলারে তোলা হয়। এসব চাল পটুয়াখালীর কালকিনি নিয়ে যাওয়া হচ্ছিল বলে ট্রলার চালকের দাবি।

সরকারি চাল পাচারের এ ঘটনার সাথে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে। মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।

এ বিভাগের আরো খবর