বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মধুপুরের পীরের দুই ছেলে গ্রেপ্তার

  •    
  • ২৪ এপ্রিল, ২০২১ ২১:২১

গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় হামলা করে হেফাজত কর্মীরা। সে সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জালাল উদ্দিনকে ধরে এনে প্রকাশ্যে পিটিয়ে আহতও করা হয়। এই ঘটনায় করা মামলায় মধুপুরের পীরের পাঁচ ছেলেই আসামি।

হেফাজতে ইসলামের নায়েবে আমির মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধুপুরের পীর আব্দুল হামিদের দুই ছেলে মোহাম্মদ আতাউল্লাহ ও মোহাম্মদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ওপর সশস্ত্র হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে করা মামলায় তাদেরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সিরাজদিখান থানা।

শুক্রবার গভীর রাতে আতাউল্লাহকে বরিশাল এবং মোহাম্মদ উল্লাহকে বাগেরহাট জেলা থেকে ধরা হয় বলে নিউজবাংলাকে জানান সিরাজদীখান থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।

তিনি জানান, এই মামলায় মধুপুর পীরের পাঁচ ছেলের সবাই আসামি। বাকি তিন জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন জানিয়েছেন, এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মী এবং হেফাজত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

এক পর্যায়ে হেফাজ কর্মীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা করে সিরাজদিখান থানায়। থানার সে সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জালাল উদ্দিনকে ধরে এনে প্রকাশ্যে পিটিয়ে আহতও করা হয়।

সেদিন তিন পুলিশ সদস্য ও ছাত্রলীগ হেফাজত কর্মীসহ মোট ১০জন আহত হয়। এ সময় ১০টি মোটরসাইকেল ও বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় হেফাজতের পীর আব্দুল হামিদের ছেলেসহ ১৫ জনের নামে ও ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন সিরাজদিখান থানার উপপরিদর্শক রিমন হোসাইন।

পরিদর্শক (তদন্ত) এসএম কামরুজ্জামান জানান, দেশীয় অস্ত্র নিয়ে সরকারি কাজে বাধা, জখম ও অগ্নিসংযোগ করার অভিযোগে বিশেষ আইনে মামলাটি করা হয়।

এ বিভাগের আরো খবর