বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষকের ধান কেটে দিল যুবলীগ

  •    
  • ২৪ এপ্রিল, ২০২১ ২১:০৭

‘আমি গত ২/৩ দিন ধইরা অনেক বিপদের মধ্যে আছিলাম। যুবলীগ নেতার ফোন পাইয়া অনেক খুশি হইছি। তাদের এমন সহযোগিতা কোনদিন কল্পনাও করতে পারি নাই। আমার সারা জীবন এইডা মনে থাকব।’

কৃষকের ফসল ঘরে তুলে দিতে উদ্যোগ নিয়েছে গাজীপুর মহানগর যুবলীগ।

শবিবার সকাল ৮টা থেকে মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে যুবলীগের ৩০ জন নেতা-কর্মী গাজীপুর সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের মিরেরগাঁও এলাকার কৃষক আব্দুর রহিমের দুই বিঘা ক্ষেতের পাকা ধান কেটে মাড়াই করে দেন।

এতে অংশ নেন মহানগর যুবলীগ নেতা রাহাত খান, ২১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক এমারত হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, ২৩ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সাখাওয়াত হোসেনসহ মহানগর যুবলীগের নেতা-কর্মীরা।

কৃষক আব্দুর রহিম বলেন, ‘আমি গত ২/৩ দিন ধইরা অনেক বিপদের মধ্যে আছিলাম। যুবলীগ নেতার ফোন পাইয়া অনেক খুশি হইছি। তাদের এমন সহযোগিতা কোনদিন কল্পনাও করতে পারি নাই। আমার সারা জীবন এইডা মনে থাকব।’

গত বছর দেশে করেনা সংক্রমণ দেখা দেয়ার পর দেশের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের উদ্যোকে কৃষকদের জমির ধান কেটে দেয়া হয়। করোনাকালে শ্রমিকের মজুরি নিয়ে বিপাকে থাকা কৃষকের জন্য এটি বেশ উপকার নিয়ে এসেছিল।

এবারও ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন এলাকাতেই একই উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন।

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন করোনাভাইরাসের দুর্যোগের মধ্যে কৃষকের পাশে দাঁড়াতে। তাই আমার যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে মহানগরীর কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি।’

এ কার্যক্রম প্রতিদিন চলবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর