বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৭ দিনের রিমান্ডে হেফাজত নেতা আবুল হুসাইন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ এপ্রিল, ২০২১ ১৫:৫৮

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার (এসআই) বিকাশ মন্ডল বলেন, ‘১০ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার বিকেলে আবুল হুসাইনকে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসাইন তাকে সাত দিনের রিমান্ডে দেন।’

ফরিদপুরে ভাঙ্গা থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার হেফাজত নেতা আবুল হুসাইনকে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ মন্ডল নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১০ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার বিকেলে আবুল হুসাইনকে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন তাকে সাত দিনের রিমান্ডে দেন।’

আদালত থেকে তাকে ভাঙ্গা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

এর আগে শুক্রবার ভোরে আবুল হুসাইনকে শহরের পশ্চিম আলিপুর মহল্লায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মাওলানা মোহাম্মদ আবুল হোসাইন হেফাজতে ইসলামের ফরিদপুর জেলা শাখার সহসভাপতি। তিনি ফরিদপুর শহরের চরকমলাপুর মাদ্রাসার মোহাদ্দেছ হিসেবে কর্মরত।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গত ২৬ মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তার এই সফরের বিরোধিতা করে সেদিন জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ করেন কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের নেতা-কর্মীরা। এ নিয়ে তাদের সঙ্গে সংঘর্ষ হয় সরকার সমর্থক ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের। একপর্যায়ে পুলিশের সঙ্গেও মোদির সফরবিরোধীদের সংঘর্ষ হয়।

জাতীয় মসজিদের এই ঘটনার জেরে চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানীর যাত্রাবাড়ীতে থানা ও রেলস্টেশনসহ সরকারি স্থাপনায় হামলা চালায় হেফাজত সমর্থকরা। এরই ধারাবাহিকতায় পরদিন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় হেফাজতে ইসলাম।

সেদিন দুপুরে ভাঙ্গা থানায় হামলার ঘটনা ঘটে। থানার কাছের একটি মাদ্রাসা থেকে মিছিল নিয়ে এসে হামলা চালায় হেফাজত কর্মীরা। আহত হন থানার কর্তব্যরত পুলিশসহ বেশ কয়েকজন।

এ ঘটনায় ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহীদুল্লাহ ৩০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক বিকাশ মন্ডল বলেন, মামলার আসামি হিসেবে ফরিদপুর শহর থেকে আবুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে এ পর্যন্ত এ মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হলো।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া বাকি ১৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর