রংপুরের পীরগাছা থানা হাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।
তিন ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কদমতলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি পীরগঞ্জের মির্জাপুর গ্রামের মো. শাহজালাল।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার পীরগাছা উপজেলার অনন্তরাম উচাপাড়া গ্রামের মিলন মিয়ার একটি মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় মিলন রাতেই একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রায়হানুল ইসলাম ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শাহজালালকে শুক্রবার ভোরে পীরগঞ্জ থেকে গ্রেপ্তার করে ও থানার হাজতে রাখে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহিনুল ইসলাম তালুকদার নিউজবাংলাকে জানান, পুলিশ তাকে ফের গ্রেপ্তার করেত সক্ষম হয়েছে। অসাবধানতাবশত হাজতখানার গেটের তালা খোলা থাকায় সে পালিয়ে যায়।
দায়িত্ব অবহেলার কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।