চাঁদপুরে বাগদা চিংড়ির ২ লাখ ৪০ হাজার রেণুসহ মো. সেকান্দার বেপারী নামে এক জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।
এই ঘটনায় গ্রেপ্তার জেলেসহ পাচার চক্রের ১০ জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে।
জেলে সেকান্দার বেপারীর বাড়ি সদর উপজেলার দক্ষিণ গোবিন্দিয়া এলাকায়।
সদর উপজেলার হানারচর এলাকায় মেঘনা নদীতে শুক্রবার ভোরে এই অভিযান চালানো হয়।
হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম হোসেন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হানারচর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠের ট্রলারে তল্লাশি চালিয়ে বাগদা চিংড়ির রেণুভর্তি ১২টি ড্রাম জব্দ করা হয়।
এতে বাগদা চিংড়ির ২ লাখ ৪০ হাজার রেণু ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ সময় এ ঘটনার সঙ্গে জড়িত এক জেলেকে আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পাচারকারীরা এসব চিংড়ি রেণু দক্ষিণাঞ্চলে নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় আটক জেলেসহ পাচার চক্রের ১০ জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। জব্দ করা রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
নদী থেকে চিংড়ির রেণু আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো অবস্থায় কেউ যেন নদী থেকে চিংড়ির রেণু ধরে পাচার করতে না পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।